এটা জীবন না কি জীবাশ্ম,
চারিদিকে ধুলো বালি আর ভশ্ম।
ব্যর্থতা সেতো জীবনেরই এক সত্য,
এই সত্যই আজ জীবনের অনর্থ।
কোথায় থাকে এই নামই সত্য,
যে দিন পাবও খুঁজে উৎস,
হোক রক্ত মাংস বা হৃদয়ে,
নিজের থেকে করব একে ভিন্ন,
হয়ত দেহ করে অসংখ্য ছিন্ন।
থাকবি তুই না থাকব আমি,
আমার থেকেও তুই আমার দামি।
এটা জীবন না কি জীবাশ্ম,
চারিদিকে ধুলো বালি আর ভশ্ম।
-----শুভদীপ দাস।

Tags: Stress

Sign In to know Author