কখনও খুঁজি তোকে মানুষের ভিড়ে,
কখনও কাগজের বুকে পেন্সিলের আঁচড়ে/

কখনও খুঁজি তোকে কল্পনার দেশে,
কখনও স্বপ্নের তরীতে ভেসে/

কখনও খুঁজি তোকে অতীতে ফিরে,
কখনও কলমের কালিতে কাগজের বুকচিরে/

অশরীরী প্রেম চায়,
মরে গিয়ে ভূত হয়ে নয়/

অশরীরী প্রেম চায়,
জীবিত দেহের কলিজায়/

দৈহিক সম্পর্কের মাঝেও অশরীরী প্রেম হয়েছে সিদ্ধ,
না হলে বেশ্যারা হত না ভালোবাসার তীরে বিদ্ধ/

অশরীরী প্রেম চায় প্রতিটি সম্পর্কের মাঝে,
অশরীরী প্রেম চায় সকাল-সাঁঝে/

অশরীরী প্রেম চেয়ে হয়েছি বর্বাদ,
অশরীরী প্রেম চাওয়া কি অপরাধ?

অপরাধী ভেবে হাজারও প্রহারে,
সারাজীবন বন্দি করে রেখো তোমার হৃদয় কারাগারে/

-শুভ্রজিৎ হালদার

Sign In to know Author