তোর চোখে চোখ রেখে,হারিয়েছি মন৷‌
অজান্তে এ হৃদয়,কেড়েছে সন্মোহন।
মন জুড়ালো,তোর মিষ্টি হাসিতে।
ঠিক যেন সুর ওঠে,রাখালের বাঁশিতে।
রিমঝিম বর্ষাতেও,
বাতাসে ভরেছে বসন্তের গন্ধ।
প্রতক্ষ্য প্রমান পেলাম,ভালোবাসা অন্ধ।
এতদিন ছিলাম,একলা ঘরে বন্দি।
নতুন করে ফিরে পেলাম,বেঁচে থাকার ফন্দি।
ঘরের কোনে থমকে অাছে,ধূলিজমা ফুটবল।
চাইছে সেও ছুটতে অাজ,মাড়িয়ে ঘাসের দল।
অামি নেই অার অামাতে,
পারছিনা নিজেকে থামাতে।
চাইছে মন তোর কাছে যেতে,
চাইছে তোর ছোঁয়া পেতে।
তোর কোলে মাথা রেখে,ইছামতীর বুকে ভাসব।
নিজের থেকেও বেশি,তোকে ভালোবাসব।
দিনের শেষে,নামবে যখন সন্ধ‌্যে।
ফুসফুস ভরে যাবে,তোর দেহের গন্ধে।
কষ্টের স্মৃতিগুলো,চাপা পড়ে হয়েছে ম্লান।
শিরায় শিরায় বাজছে আজ,ফসিলস্ -এর গান।
তোকে নিয়ে এ জীবনে,শুরু হল নতুন এক গদ‍্য।
অতীত রয়েছে অতীতে,অামি জন্ম নিলাম সদ‍্য।

-শুভ্রজিৎ হালদার

Tags: Love

Sign In to know Author