আকাশে প্রবল মেঘের ঘনঘটা,
অন্ধকার মিলেছে চারদিক।
নেমে এলি প্রবল বেগে,
বৈশাখের অজস্র ধারায়।
প্রতি ফোঁটা মেখেছি শরীরে,
ঠান্ডা হাওয়া মিশে।
শিহরণ জাগায় আমার রোমকূপে,
মিশেছিস রক্তের কণায়।
 বয়েছিস শিরা ধমনীর অন্তরে,
প্রতিটা রোমকূপ জানে।
তোর আদর করা স্পর্শ,
আচর দিশ তবু।
আচরের দাগ পড়েনা শরীরে,
বয়ে চলিস ধমনীতে।
ছুঁয়েছিস হৃদয় হৃদয়ের কম্পন,
দাগের প্রয়োজন নেই।
ঝরে পড়িস আমার উপর,
আছি, থাকব অপেক্ষায়।
ধুয়েছিস আজ আমার অশ্রুজল,
ধুয়েছে রাগ অভিমান।
নেমে এলি প্রবল বেগে,
বৈশাখের অজস্র ধারায়।
                        --শুভদীপ দাস।

Tags: My love

Sign In to know Author