সৈনিক

আমরা সত্তাহীন দর্পেভরা সর্বহারার দল
ভরসায় ধরি হাতে হাত তবু মাথায় ভরা গড়ল
পলাতক গলার স্বর আমাদের যেন ষড়যন্ত্রের নিশ্বাস
যেন পরিত্যাক্ত ঘরে চমকে দেওয়া অশনির পূর্বাভাস
বেরঙ্গিন নিরাকার আমাদের অথর্ব ইশারা
মৃত্যুর পরোআনা দেখেছি চোখে তাই দিচ্ছি পাহারা
মনে রেখো আমরা নয় হিংস্রতায় বিউহল
আমরা সত্তাহীন দর্পেভরা সেই সর্বহারার দল

ভয় লাগে দেখতে আমার সেই বৈতরণীর পার
চোখের ঘুম তাই নিয়েছে কেড়ে আমাদের প্রিয় অন্ধকার
অন্ধভাবে তাই দুই চোখের আলো জানি তোমাদের বিলাস
আমদের আলো ফাটা আকাশের বুকে নিয়ে আসে সর্বনাশ
রাতের তারা রোজ এসে পাশে করে নিঃসঙ্গতার রেওয়াজ
অনেক আলোকবর্ষ জুড়ে শুনিনি তোমার গলার আওয়াজ
তাই ছদ্মবেশ ধরে লুকিয়ে চাই হতে ধানক্ষেতে জল
আমরা ভীত সন্ত্রস্ত সেই সর্বহারার দল

এই জমি পাথর ক্যাকটাসে ভরা, শোণিতের ধারা সীমাহীন শর্তে
মুখ থুবড়ে পড়া নিস্প্রান দেহে পারেনি শান্তিতে থাকতে
এইরকমি কি বৈতরনীর পারে যদি হেঁটে পৌঁছাই একা
আমার মত দর্পেভরা সত্তাহিনেরা দেবে দেখা
আমার চোখ আর দেখেনা কিছুই শুধু গুনে চলে ভাঙ্গা তারা
বিবরতনের ধারাল অস্ত্রের কোপে আমরা মূক দিশাহিন দিশাহারা
ধ্রুবতারা অনড় বন্ধু আমার নিঃস্বার্থে আর নিঃশর্তে
মৃত্যুর কাল গোলাপের বুকে পেরেছে আমার নামটা আঁকতে
তাই জানি আমি অবিনশ্যর অতন্দ্র রুর অবিচল
আমি চললাম তাদের সাথে সেই দাম্ভিক সর্বহারার দল

মূর্খ মানুষ

Sign In to know Author